শনিবার ২৫ জুন ২০২২ - ১২:২৭
মুসলমানের গুণাবলী

হাওজা / প্রকৃত মুসলমান সে যে কাউকে কষ্ট দেয় না, ঝগড়া করে না, মারধর করে না এবং জিহ্বা দিয়ে কাউকে কষ্ট দেয় না।

হাসান রেজা

ইমাম আলী রেজা (আ.) বলেন:

المُسلِمُ الَّذي يَسلَمُ المُسلِمونَ مِن لِسانِهِ و يَدِہُ ولَيسَ مِنّا مَن لَم يَأمَن جارُہُ َوائِقَهُ۔

মুসলমান সে যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ, আর আমাদের থেকে সে নয় যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ নয়।

সংক্ষিপ্ত ব্যাখ্যা:

ইসলাম শান্তি ও শৃঙ্খলার ধর্ম এবং প্রতিটি মানুষকে শান্তি ও শৃঙ্খলার দাওয়াত দেয়, তাই ইসলামে ইবাদতের পাশাপাশি নৈতিকতার প্রতিও বিশেষ নজর দেওয়া হয়েছে।

একজন প্রকৃত মুসলমান সে যে কাউকে কষ্ট দেয় না, ঝগড়া করে না, মারধর করে না এবং জিহ্বা দিয়ে কাউকে কষ্ট দেয় না।

একইভাবে ইসলামে প্রতিবেশীদেরকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে, প্রতিবেশী যে ধর্মেরই হোক না কেন এবং তার অধিকারকে সম্মান করার নির্দেশ দেওয়া হয়েছে তাই যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে প্রকৃত মুসলমান নয়।

তাই একজন মুসলিম হিসেবে আমাদের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে হবে কারণ রেওয়ায়েতে বর্ণিত আছে যে, জিহ্বা সকল অনিষ্টের চাবিকাঠি এবং জিহ্বার ক্ষত তরবারির ক্ষতের চেয়েও গভীর।

উয়ুনে আখবারে রেজা (আঃ), খ: ১ পৃ. 24

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha